Home সারাদেশ ভিক্ষুকদের জমি দখল করে স্থাপনা নির্মাণ

ভিক্ষুকদের জমি দখল করে স্থাপনা নির্মাণ

by Newsroom

সাতক্ষীরার পাটকেলঘাটায় ভিক্ষুক পূনর্বাসনের জন্যে নির্ধারিত জমি দখল করে তালা সহকারি কমিশনারের (ভূমি) গাড়িচালক স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে । তবে তিনি বলছেন, আমি না, স্থাপনা করছেন স্যারেরা।

এর আগে থানার কপোতাক্ষ নদের চরভরাটি জমিতে গড়ে উঠেছে নীলিমা ইকোপার্ক। সেখানেই তৎকালীন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ভিক্ষুক পূনর্বাসনের জন্যে স্থানটি নির্ধারণ করে দিয়েছিলেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নীলিমা ইকো পার্কের মধ্যে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্যে নির্ধারিত স্থান দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণ সামগ্রী রাখা হয়েছে চারপাশে। তাছাড়া শ্রমিকও কাজ করছেন। অনেকেই অভিযোগ করেন, এসিল্যাণ্ডের গাড়িচালক মোখলেসুর রহমান এ স্থাপনাটি নির্মাণ করছেন।

সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, জায়গাটি পার্কের নামে জরিপ করা হয়েছে। তৎকালীন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন স্যার জায়গাটি ভিক্ষুকদের পুনর্বাসনের জন্যে নির্ধারণ করে দেন। এখনো কয়েকজন ভিক্ষুক এখানে ব্যবসা করছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দীন বলেন, অদৃশ্য ক্ষমতাবলে এসিল্যাণ্ডের গাড়িচালক এই সরকারি স্থানে ভিক্ষুক পূনর্বাসনের সাইনবোর্ড সরিয়ে প্রায় আট শতক জমির উপর সম্পূর্ণ অবৈধভাবে পাঁকা বাড়ি নির্মাণ করছেন। এটি নিয়ে এখন চলছে সর্বত্র সমালোচনা।

তবে চরভরাটি ভিক্ষুকদের জমি দখলের বিষয়ে গাড়িচালক মোখলেসুর রহমান জানান, সবাই আমার কাছে জানতে চাই। আমি কিছু জানি না। আমি কোন ঘরবাড়ি বা স্থাপনা করছি না। এটা স্যারেরা করছে। আপনি স্যারের কাছে শোনেন।

এ ব্যাপারে তালা সহকারি কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান বলেন, পাকা স্থাপনা তৈরির বিষয়ে ডিসি স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন। ঘটনাটি তদন্ত করছি। তদন্ত শেষে তদন্ত প্রক্রিয়া অনুসারে আমরা ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like