Home সারাদেশ ভোলায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

ভোলায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

by Newsroom

জমি সংক্রান্ত বিরোধের জেরে ভোলার লালমোহনে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও চারজন আহত হয়। ১৬ জানুয়ারি শনিবার সকালে উপজেলার কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই এলাকার মৃত গফুর আলীর ছেলে। আহতরা হলেন, নিহতের ছেলে শাহে আলম, পুত্রবধু মমতাজসহ আরও দুজন। তবে ওই দুজনের পরিচয় জানা যায়নি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামে ইউসুফ আলী তার বাড়ির পাশের জমিতে বেড়া দেন। এ সময় তার প্রতিপক্ষ আজাহার গংরা বেড়া দিতে বাঁধা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে লাঠির আঘাতে বৃদ্ধ ইউসুফ আলী মারা যান। নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like