Home চিকিৎসা জরুরী বিভাগের দাবিতে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

জরুরী বিভাগের দাবিতে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

by Newsroom

জরুরী বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনিদৃষ্টকালের জন্যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ১৪ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দফায় দফায় মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ চালুর জন্যে কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও এখনও চালু করেনি। গত ২৪ সেপ্টেম্বর ইন্টার্ন চিকিৎসকরা জরুরী বিভাগ চালুর দাবিতে কর্মবিরতিতে যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সাজর্ন ও ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদের উপস্থিতিতে সাত দিনের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালুর ঘোষণা দিলেও আজো চালু হয়নি। এসময় জরুরী বিভাগ চালু না হওয়া পর্যন্ত কর্মবিরতির ষোষণা দিয়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন ইন্টার্ন চিকিৎসকরা।

এতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রফিকুল ইসলাম মেহেদী, নয়ন চন্দ্র হালদার, তৃনা মণ্ডল, তানজিনা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like