Home সারাদেশ জলাবদ্ধতা থেকে মুক্তি চায় লক্ষাধিক মানুষ

জলাবদ্ধতা থেকে মুক্তি চায় লক্ষাধিক মানুষ

by Shohag Ferdaus
জলাবদ্ধতা

জলাবদ্ধতা থেকে মুক্তি ও পানি নিষ্কাশনের দাবিতে সাতক্ষীরা সদরের চারটি ইউনিয়নের পানিবন্দি ভুক্তভোগীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের পানিবন্দি মানুষের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন নাহিদ হাসান, ইলিয়াস হোসেন, সোহাগ খান, আব্দুর রাজ্জাক, বিকাশ দাসসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রাণ সায়ের খাল খননের আগেই খালে বেড়িবাঁধ দেয়ায় সদর উপজেলার লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশন না হওয়ায় বাড়িঘর, ফসলি জমি, মৎস্য ঘের, পুকুর, বিল পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু, হাঁস-মুরগি রাখার জায়গা নেই। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট।

বক্তারা বলেন, মানবেতর জীবনযাপন করছে জলাবদ্ধতায় পানিবন্দি মানুষেরা। শুষ্ক মৌসুমের আগেই প্রাণ সায়ের খাল খননের টেন্ডার হলেও তখন খাল খনন করা হয়নি। বর্ষা মৌসুমে খাল খননের নামে চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে। অনতিবিলম্বে সাতক্ষীরা প্রাণ সায়ের খালের ওপর দেয়া বাঁধ কেটে দেয়ার দাবি জানায় বক্তারা।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে চারটি ইউনিয়নের শতাধিক পানিবন্দি মানুষ অংশগ্রহণ করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like