Home শিক্ষাঙ্গন বাকৃবির নতুন ছাত্র উপদেষ্টা ড. জাকির হোসেন

বাকৃবির নতুন ছাত্র উপদেষ্টা ড. জাকির হোসেন

by Shohag Ferdaus
বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। ৫ অক্টোবর সোমবার তাকে এ পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান। আগামী ৯ অক্টোবর থেকে দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে এমএস ডিগ্রি লাভ করেন। পরে তিনি জাপানের গিফু ইউনিভার্সিটি থেকে প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড বায়ো কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি এবং জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এগ্রিকালচারাল সায়েন্স থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন।

১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০০০ সালে সহকারী অধ্যাপক, ২০০৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১০ সালে তিনি অধ্যাপক হিসেবে পদন্নোতি লাভ করেন।

অধ্যাপক ড. একেএম. জাকির হোসেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভাগের প্রধান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর, পরিবহন শাখার পরিচালক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সহসভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like