Home সারাদেশ আল জাজিরার বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ

আল জাজিরার বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ

by Shohag Ferdaus
পাবনায়

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রধানমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল হয়েছে। ৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পাবনা পৌরসভার নবনির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল হামিদ সড়কে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় পৌর আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) সভাপতি অ্যাডভোকেট তোসলিম হাসান সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার নবনির্বাচিত মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ভিপি আব্দুল আজিজ, সহসভাপতি রফিকুল ইসলাম রুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পথ সমাবেশে বক্তারা বলেন, জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ ছাড়াই সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে কাল্পনিক গল্প সাজিয়েছেন। জনসমর্থন হারিয়ে বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে তারা।

আল জাজিরার অসত্য সংবাদ প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের কাছে দাবি জানান।

এ সময় আরও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, সহসভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ইছাক শামিম, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, ছাত্রলীগ নেতা ইমরান শেখ, আরমান হোসেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like