Home খেলার খবর বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে অনুশীলনে জাতীয় ফুটবল দল

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে অনুশীলনে জাতীয় ফুটবল দল

by Imtiaz Ahmed

আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারত, আফগিস্তান ও ওমানের বিপক্ষে তিনটি ম্যাচ হবে কাতারের দোহায়। এই ম্যাচগুলোকে সামনে রেখে আজ রোববার প্রস্তুতি শুরু করেছেন জামাল-রেজাউলরা।

বিশ্বকাপ বাছাইয়ের এই তিন ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, ‘ভারত ও আফগানিস্তানের খেলোয়াড়দের মান আমাদের কাছাকাছি। ওদের বিপক্ষে জেতা সম্ভব। ওরা খুব একটা ভালো দল নয়। আফগানিস্তানের বিপক্ষে আমরা প্রথম লেগে শেষ মুহূর্তে গোল খেয়েছি। এটা আমাদের দুর্ভাগ্য।’

আগামী ৩ জুন প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের মুখোমুখি হবে তারা।

২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তাজিকিস্তানের দুশানবেতে (নিরপেক্ষ ভেন্যু) অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে। ভারতের বিপক্ষে কলকাতায় ১-১ গোলে ড্র এবং ওমানের বিপক্ষে মাসকাটে বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে।

এদিকে বাংলাদেশ দল এখন ঢাকায় অনুশীলন করবে । ২০ অথবা ২১ মে কাতার যাওয়ার কথা লাল সবুজের দলের।

ভয়েস টিভি/আইএ

You may also like