Home শিক্ষাঙ্গন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

by Newsroom
জাতীয় বিশ্ববিদ্যালয়ের

আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পর্যায়ের পরীক্ষার সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নতুন এ সময়সূচির ঘোষণা দেয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ চলাকালে ১০ জনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, তারা কে কোথা থেকে এসেছে, কেন এসেছে এগুলো জেনে তাদের ছেড়ে দেয়া হবে।

আটক শিক্ষার্থীরা হলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ, হাসান আল মাহদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী আল আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সজল মিয়া, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের মিরাজুল ইসলাম। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। আন্দোলনের ফলে চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো শর্ত সাপেক্ষে নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন : ২৭-২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

ভয়েস টিভি/এমএইচ

You may also like