Home সারাদেশ অনলাইনে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ফরিদপুরবাসী

অনলাইনে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ফরিদপুরবাসী

by Shohag Ferdaus
ফরিদপুরবাসী

একযোগে লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিববর্ষ মঞ্চের সামনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে এবং অনলাইনে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লক্ষাধিক মানুষ জাতীয় সংগীত পরিবেশন করেছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, বিজয় দিবস মাসের শুরু থেকে শত-সহস্র কণ্ঠে জাতীয় সংগীত পরিবশেনে অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন কাজ অনলাইনের মাধ্যমে শুরু হয়। ফরিদপুর জেলার যে কোনো নাগরিক দেশ বা দেশের বাইরে থেকেই এই নিবন্ধনে অংশ নেয়ার সুযোগ ছিলো।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর ২০২০ সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিবন্ধন করেন ১ লক্ষ ২১ হাজারের বেশি মানুষ। কোভিড ১৯ এর কারণে অধিক সংখ্যক মানুষকে একত্রিত না করে যে যার অবস্থান থেকে ঘড়ির কাটায় ঠিক সাড়ে ৯টায় শুরু হয় জাতীয় সংগীত।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশনের শুভ সূচনা করা হয়। এসময় জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম জাতীয় পতাকা উত্তোলন করেন।

এর আগে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এসময় অনেকেই লাল-সবুজ পাঞ্জাবি ও শাড়ি পড়ে জড়ো হন সেখোনে। আর অনলাইনে যুক্ত হন এক লাখ ২১ হাজার নিবন্ধনকারী।

বেলা ১১ টায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক মো. শাহজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশার্রফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শীলা রানী মন্ডল, সদ্য নির্বাচিত পৌর মেয়র অমিতাভ বোস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ। সন্ধ্যা ৬ টায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

আরও পড়ুন: বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ : প্রধানমন্ত্রী

ভয়েস টিভি/এসএফ

You may also like