Home বিশ্ব যত আজব জাদুঘর!

যত আজব জাদুঘর!

by Shohag Ferdaus
জাদুঘর

জার্মানির রাজধানী বার্লিনে রয়েছে বেশ কয়েকটি ‘মজার’ জাদুঘর। ‘মজার’ বলছি এজন্য এসব জাদুঘরে রক্ষিত ঐতিহাসিক জিনিসপত্রের নাম শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না।

জাদুঘর

লিপস্টিকের সংগ্রহশালা বা জাদুঘর রয়েছে বার্লিনে! শুনতে অবাক লাগলেও ১৯২৫ সালের লিপস্টিকও আছে এই জাদুঘরে। এটি অবশ্য ব্যক্তিগত উদ্যোগে গড়া জাদুঘর। বার্লিনের এক প্রখ্যাত মেকআপ আর্টিস্টের একান্ত নিজস্ব উদ্যোগ। জাদুঘরটির পথ চলা শুরুর পরে এখন অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করতে শুরু করেছে এটি।

বার্লিনের ‘সুগার মিউজিয়াম’-এ প্রদর্শনের জন্য রাখা সব জিনিসই চিনির তৈরি। জাদুঘরটির উদ্বোধন হয়েছিল ১৯০৪ সালে। তবে তখন অন্য জায়গায় ছিল জাদুঘরটি। পরে তা সরিয়ে ক্রয়েৎসব্যার্গের প্রযুক্তি জাদুঘরে নেয়া হয়।

জাদুঘর

বার্লিনে রয়েছে সমকামী জাদুঘরও। এটি বার্লিনের টিয়ারগার্টেন এলাকায়। এ জাদুঘরে ঢুকতে কোনো পয়সা লাগে না। ওপরের ছবিতে যেমন সুপারম্যান চুমু খাচ্ছে রবিনকে তেমন অনেক কিছুই দেখা যাবে সেখানে। সমকামীদের পছন্দের জগৎকেই তুলে ধরার চেষ্টা হয়েছে সেখানে। সবার জন্যই উন্মুক্ত এই জাদুঘর।

বার্লিনে কম্পিউটার গেমের জাদুঘরও রয়েছে। এই জাদুঘরটি বার্লিনের ফ্রিডরিশহাইন এলাকায়। প্রতিদিন প্রচুর দর্শনার্থী যান সেখানে। বিশ্বের প্রথম কম্পিউটার গেমের জাদুঘরটি কেমন তা কে না দেখতে চায়, বলুন!

জার্মানির আত্মসমর্পণের জাদুঘরও আছে বার্লিনে। জাদুঘরটিকে সবাই ‘জার্মান-রাশিয়ান জাদুঘর’ নামেই চেনে। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আত্মসমর্পনের ইতিহাসের ধারক। কার্লসহর্স্ট এলাকায় এক জার্মান কর্মকর্তার মেসেই রাশিয়ার রেড আর্মির কাছে জার্মানির আত্মসমর্পণের বিষয়টি চূড়ান্ত হয়েছিল।

ভয়েস টিভি/এসএফ

You may also like