Home বিশ্ব জাপানের হাল ধরতে যাচ্ছেন সুগা

জাপানের হাল ধরতে যাচ্ছেন সুগা

by Newsroom
জাপানে প্রধানমন্ত্রীর

জাপানের ক্ষমতাসীন সরকার দল লিবারেল ডেমোক্র্যাট পার্টি (এলডিপি) বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের যোগ্য উত্তরসূরী ইউশিহিদে সুগাকে দলের নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে। জাপানের হাল যে তিনিই ধরতে যাচ্ছেন তা এখন অনেকটাই নিশ্চিত।

১৪ সেপ্টেম্বর সোমবার ৫৩৪ আইনপ্রণেতা ও আঞ্চলিক প্রতিনিধির মধ্যে ৩৭৭ জনই সুগাকে ভোট দেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।

শিনজো অ্যাবের অর্থনীতি ও পররাষ্ট্রনীতি অনুসরণ করার ঘোষণা দিয়ে ৭১ বছর বয়সী ইয়োশিহিদে সুগা আগে থেকেই নির্বাচনি দৌড়ে এগিয়ে ছিলেন।

মি. সুগা বর্তমানে জাপানের মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

বুধবার পার্লামেন্টে চূড়ান্ত ভোটের পর প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হবে। নির্বাচিত হলে সুগা ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

২৮ আগস্ট শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিনজো অ্যাবে। দীর্ঘ আট বছর ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

ভয়েস টিভি/টিআর

You may also like