Home বিনোদন চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন

চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন

by Newsroom
জাফর ইকবালের

বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের অন্যতম প্রয়াত জাফর ইকবালের জন্মদিন আজ।  ৭০ ও ৮০’র দশকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি।

‘চিরসবুজ’ নায়ক হিসেবে পরিচিত জাফর ইকবাল ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বোন কণ্ঠশিল্পী শাহানাজ রহমতুল্লাহ এবং বড় ভাই সংগীত পরিচালক আনোয়ার পারভেজ। তাদের কেউই আর আমাদের মাঝে বেঁচে নেই।

খান আতাউর রহমান পরিচালিত ‘আপন পর’ সিনেমা দিয়ে  জাফর ইকবাল চলচ্চিত্রে যাত্র শুরু করেন। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ছবিটিতে তার নায়িকা ছিলেন কবরী।

তার পর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন জাফর ইকবাল। সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন।

তখন ‘সূর্য সংগ্রাম’ চলচ্চিত্রে ববিতার বিপরীতে প্রথম অভিনয় করেন তিনি।১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘মাস্তান’ ছবির বদৌলতে ড্যাশিং নায়কের পরিচিতি পান জাফর ইকবাল।

আর ‘নয়নের আলো’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে পরিচিতি পান রোমান্টিক নায়ক হিসেবে। সর্বমোট ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন জাফর ইকবাল। তার মধ্যে ববিতার সঙ্গে জুটি হয়ে ৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি।

জাফর ইকবাল গায়ক হিসেবেও ছিলেন অনন্য। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে চমৎকার গানও গাইতেন তিনি। বেশকিছু সিনেমায় গায়ক চরিত্রে অভিনয়ও করেছেন জাফর ইকবাল।

১৯৬৬ সালে বন্ধুদের নিয়ে ‘রোলিং স্টোন’ ব্যান্ড গড়েছিলেন তিনি। সংগীত পরিচালক ভাই আনোয়ার পারভেজের সুরে ‘বদনাম’ ছবির ‘হয় যদি বদনাম হোক আরও’ গানটি দিয়ে চলচ্চিত্র প্লেব্যাকে অভিষেক হয় তার।

এছাড়া তার গাওয়া শ্রোতা প্রিয় গানের মধ্যে রয়েছে ‘সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরনি’, ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’, ‘হয় যদি বদনাম হোক আরও’।

‘কেন তুমি কাঁদালে’ শিরোনামে একটি অডিও অ্যালবামও প্রকাশ হয়েছিলো ৮০’র দশকে।

নায়ক, গায়ক, মুক্তিযোদ্ধা জাফর ইকবাল ১৯৯১ সালে ২৭ এপ্রিল মাত্র ৪০ বছর বয়সে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। অভিনয় নৈপুণ্যে এখনও মানুষের হৃদয়ে জায়গা দখল করে আছেন নায়ক জাফর ইকবাল।

ভয়েস টিভি/টিআর

You may also like