পাবনার সুজানগর উপজেলায় শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১৮ অক্টোবর রোববার রাতে উপজেলার মধুপুর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত রাজন হোসেন (৪৫) পাবনা সদর উপজেলার বাংলাবাজার মহল্লার আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে রাজন মোটরসাইকেলে শ্বশুর বাড়ি মধুপুরে গ্রামে বেড়াতে আসেন। রাত ১১টার দিকে স্ত্রী কামরুন্নাহারের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তিনি স্ত্রীকে মারপিট করেন। এর জেরে তার শ্বশুর, শ্যালকসহ বাড়ির অন্য সদস্যরা তাকে বেধড়ক মারপিট করেন। এতে তিনি মারা যান।
পরে সোমবার ভোরে শ্বশুর কাইয়ুম খান এবং শ্যালক আব্দুর রাজ্জাক নিহত রাজনকে ভ্যানযোগে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গিয়ে অসুস্থতার কথা বলে ডাক্তারদের চিকিৎসা দিতে বলেন। এসময় ডাক্তার চিকিৎসা দিতে আসলে তারা পালিয়ে যায়।
আরও পড়ুন: জামাই হত্যার দায়ে শ্বশুরের মৃত্যুদণ্ড
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সেলিম মোরশেদ জানান, রোগীকে চিকিৎসা দেয়ার জন্যে কাছে এসে রোগীকে মৃত অবস্থায় পায়। প্রাথমিকভাবে মনে হয়েছে রোগী অনেক আগেই মারা গেছে। তবে যারা নিয়ে এসেছিল তারা মুহুর্তেই পালিয়ে যায়।
সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে একই গ্রামের ভ্যানচালক শামীমকে (৩০) আটক করেছে।
ভয়েস টিভি/এমএইচ