Home বিনোদন জায়েদ খানকে বয়কট করলো ১৮ সংগঠন

জায়েদ খানকে বয়কট করলো ১৮ সংগঠন

by Amir Shohel
১৮ সংগঠনের সংবাদ সম্মেলন

ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করলো বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। চলচ্চিত্রের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

১৫ জুলাই বুধবার দুপুরে এফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনগুলোর পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালা কমিটি’ প্রণীত নীতিমালার সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন শিল্পী সমিতির নেতা জায়েদ খান। জায়েদের কারণেই শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটি এ নীতিমালা মেনে নিতে পারছে না। এছাড়া জায়েদ বিভিন্ন শিল্পী-কুশলীকে নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছেন এবং নানাভাবে ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন।

এতে আরও বলা হয়, ২০১৯ সালের ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের ছয় লাখ টাকা খরচের হিসাব দেননি জায়েদ। এমনকি জাতীয় কমিটির অর্থ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আবদুল লতিফ বাচ্চু বারবার চিঠি দিলেও তিনি সভায় উপস্থিত হননি এবং হিসাবও দেননি। তাই ১৪ জুলাই মঙ্গলবার থেকে জায়েদ খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অনির্দিষ্টকালের জন্য ‘নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া নিষিদ্ধ শিল্প-কুশলীদের নিয়ে কোন প্রযোজক-পরিচালক কাজ করলে তাকেও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like