প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন রিয়াদ মাদ্রিদের কোচ ও ফ্রান্সের নন্দিত সাবেক ফুটবলার জিনেদিন জিদান। ২২ জানুয়ারি শুক্রবার বিকেলে রিয়াল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে তারা বলেছে, ‘রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন কোচের কোভিড পরীক্ষার ফল শুক্রবার পাওয়া গেছে। তার ফল পজিটিভ এসেছে। তাকে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে।’
এর আগে করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় জিদান এক মাস আইসোলেশলেন ছিলেন। এরপর করোনা নেগেটিভ ফল নিয়ে দলের সঙ্গে যুক্ত হন তিনি। যদিও তার উপস্থিতিতেই আলকোয়ানের মতো অচেনা ক্লাবের কাছে হেরে যায় রিয়াল।
বিদায় জানাতে হয়ে কোপা ডেল রে কাপ থেকে। তাও আবার তৃতীয় সারির দল আলকয়ানোর কাছে হেরে। এর আগে স্প্যানিশ সুপার কোপায় অ্যাথলেটিক বিলবাও’র কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল রিয়াল।
এই ম্যাচের পর জিদানের কোচিং ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ শুনতে হলো জিদানকে। করোনার আক্রমণের শিকার হলেন তিনি।
স্বরূপে ফিরতে অ্যাওয়ে ম্যাচে আলভেজের বিপক্ষে ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু জিদানকে ছাড়াই মাঠে নামতে হবে বেনজামাদের। আগামী দুসপ্তাহ রিয়াল মাদ্রিদের ম্যানজোরের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ডেভি বেট্টোনি।
আলাভেসের উদ্দেশ্যে শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাওয়ার আগে এক প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার কথা ছিল জিদানের। ওই কনফারেন্সের মাত্র এক ঘণ্টা আগে রিপোর্ট এলো- জিদান কোভিড-১৯ পজিটিভ।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আলাভেসের বিপক্ষে ম্যাচে জিদানের পরিবর্তে দায়িত্ব পালন করবেন সহকারী ডেভিড ভেট্টোনি। জিদান যতদিন নেগেটিভ না হন, ততোদিন ভেট্টোনিই এ দায়িত্ব পালন করবেন। আলাভেসের পর ৩০ জানুয়ারি রিয়ালের ম্যাচ লেভান্তের বিপক্ষে এবং ৬ ফেব্রুয়ারি হুয়েস্কার বিপক্ষে ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের।
রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট পিছনে রয়েছেন লস ব্ল্যাঙ্কোসরা।
আরও পড়ুন : কুমেকে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু
ভয়েস টিভি/এমএইচ