Home বিনোদন করোনায় আক্রান্ত জিৎ

করোনায় আক্রান্ত জিৎ

by Shohag Ferdaus
জিৎ

টলিউডে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। শ্যুটিংয়ে ফিরেই করোনা সংক্রমিত হয়েছেন কলকাতার সুপারস্টার জিৎ। ২০ এপ্রিল মঙ্গলবার করোনায় আক্রান্ত হওয়ার খবর জিৎ নিজেই তার ফেসবুক পেজে জানিয়েছেন।

জিৎ লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে।’

গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিৎ, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেতা। তবুও শেষরক্ষা হল না, করোনার কবলে পড়লেন তারকা।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে বাড়ছে সংক্রমণের মাত্রা। ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক প্রাণহানি হয়েছে।

করোনায় একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬১ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছিলেন

ভয়েস টিভি/এসএফ

You may also like