Home বিশ্ব ‘জীবিত আছেন কিম জং উন’

‘জীবিত আছেন কিম জং উন’

by voicemaster
‘জীবিত আছেন কিম জং উন’

ভয়েজ ডেস্ক:
আন্তর্জাতিক অঙ্গনে একজন আলোচিত ব্যক্তিত্ব উত্তর কোরিয়ার নেতা কিম জং উন । যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক কিম বিভিন্ন সময় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সবার দৃষ্টি কেড়েছেন। কিছু দিন ধরে তিনি জনসমক্ষে আসছেন না। তিনি জটিল অসুস্থতায় ভুগছেন।

হার্টে জটিল অস্ত্রোপচারের পর সম্প্রতি গুঞ্জন রটে যে, উত্তর কোরিয়ার এই একনায়ক আর নেই। যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য বেশ কয়েকটি গণমাধ্যমও কিমের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছে। কিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমন সংবাদ ছেপেছে তারা।

হার্টে অপারেশনের পর কিম জং উনের অবস্থার উন্নতি হওয়ার কথা বেশ কয়েকটি গণমাধ্যমে শুরুর দিকে বললেও তার বর্তমান শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গেছে। জাপানের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কিম জং উন এখন অচেতন অবস্থায় রয়েছেন। এ ছাড়া তার মৃত্যুর খবরও প্রকাশ করেছে কিছু কিছু সংবাদমাধ্যম।

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিমং জং উনের মৃত্যুর গুজবে যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে সরগরম চলছে তখন তাতে পানি ঢেলে দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা চাং ইন মুন। রোববার চাং দাবি করেছেন, উন ‘জীবিত আছেন এবং সুস্থ আছেন’।

উন উত্তর কোরিয়ায় তার অবকাশযাপন কেন্দ্রে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সরকারের অবস্থান স্পষ্ট…কিম জং উন বেঁচে আছেন ও সুস্থ আছেন।’

তিনি বলেন,‘১৩ এপ্রিল থেকে উনসান এলাকায় আছেন তিনি (উন)। এ পর্যন্ত সেখানে কোনো সন্দেহজনক গতিবিধি নজরে আসেনি।’

চাং এমন সময় এ দাবি করলেন যখন উনসানে উনের অবকাশযাপন কেন্দ্রের কাছের রেলস্টেশনে তাকে বহনকারী ট্রেনটির অবস্থানের ছবি প্রকাশ করেছে ৩৮ নর্থ নামের একটি সংস্থা। গত ১৫ এপ্রিল থেকে উনকে আর জনসম্মুখে দেখা যায়নি। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন উন। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটজনক। এ দাবিতে জোর হাওয়া লাগায় শুক্রবার উত্তর কোরিয়ায় চীনের একটি চিকিৎসক দল পাঠানোর সংবাদ।

You may also like