Home খেলার খবর ১৫ জুনিয়র টাইগারের করোনা নেগেটিভ

১৫ জুনিয়র টাইগারের করোনা নেগেটিভ

by Shohag Ferdaus

জুনিয়র টােইগারদের নিয়ে ক্যাম্প শুরুর আগে করোনা পরীক্ষার প্রথম ধাপেই সুখববর শোনাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হওয়ার আগে রোববার যে ১৫ জুনিয়র ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়েছে, তাদের সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।

১৭ আগস্ট সোমবার বিসিবির গেম ডেভলেপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার গণমাধ্যমে জানান, ‘আমরা গতকাল যে ক্রিকেটার, কোচিংস্টাফসহ মোট ২৭ জনের পরীক্ষা করিয়েছি, তাদের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। ওদের সবাইকে পাঠিয়ে দেয়া হয়েছে বিকেএসপিতে।’

আসছে ২৩ আগস্ট অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্যাম্প শুরু হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেই ক্যাম্পের আগে সবাইকে করোনা নেগেটিভ হতে হবে। এ কারণেই রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ক্রিকেটারদের নমুনা নেয়া হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে।

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন- কেউ পজিটিভ হলে বিসিবি’র ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে। নেগেটিভদের পাঠানো হবে বিকেএসপি’র ক্যাম্পে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গড়তে ৪৫ ক্রিকেটারকে নিয়ে সাভারের বিকেএসপি’তে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প করবে বিসিবি।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like