চলতি বছরের জুলাইয়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সর্বস্তরের জনগণের জন্যে ভ্যাকসিন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আশ্বাস দেন।
এর আগে প্রেসিডেন্ট বাইডেন আশা প্রকাশ করেছিলেন যে, আগামী বসন্তের আগেই হয়তো সবার জন্য ভ্যাকসিন সহজলভ্য হবে। কিন্তু ভ্যাকসিনের সহজলভ্যতা এবং তা সরবরাহের ক্ষমতা উভয়ই ক্ষেত্রেই বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করে আনুমানিক সময় জানিয়েছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের সব মানুষকে কবে নাগাদ ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনা হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে সিএনএনকে বাইডেন বলেন, চলতি বছরের জুলাইয়ের শেষের দিকেই সব আমেরিকানকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, জুলাইয়ের শেষ নাগাদ আমাদের হাতে ৬০ কোটি ভ্যাকসিনের ডোজ পৌঁছে যাচে। প্রত্যেক আমেরিকানকে ভ্যাকসিনের আওতায় আনতে এই সংখ্যা যথেষ্ঠ। শিক্ষার্থীদের দ্রুত স্কুলে ফিরিয়ে আনতে চাই। সে কারণে শিক্ষকদের আগেই ভ্যাকসিন প্রদানের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
কবে নাগাদ জীবন-যাত্রা স্বাভাবিক হবে? এমন প্রশ্নে উত্তরে বাইডেন বলেন, আগামী বড়দিনের মধ্যেই আমরা ভিন্ন ধরনের পরিবেশে থাকব।
ভয়েস টিভি/এমএইচ