Home বিনোদন এনসিবির জেরার মুখোমুখি দীপিকা

এনসিবির জেরার মুখোমুখি দীপিকা

by Newsroom

মাদক মামলায় জেরার মুখোমুখি হতে মুম্বাইয়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো-এনসিবির দফতরে পৌঁছলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

শনিবার সকালে সেখানে পৌঁছে যান তিনি। তবে স্বামী রণবীর সিংহকে তাঁর সঙ্গে দেখা যায়নি।

সুশান্ত সিংহ রাজপুতের হত্যার তদন্তে যে মাদক যোগ ধরা পড়ে, তাতে দীপিকার নামও উঠে এসেছে। তার জন্য অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল এনসিবি।

দীপিকাকে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে।

ওই একই মামলায় এ দিন এনসিবির দফতরে হাজিরা দেয়ার কথা অন্য দুই অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরেরও। তাঁদের বালাড এস্টেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

ভয়েস টিভি/টিআর

You may also like