Home সারাদেশ নোয়াখালী জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

নোয়াখালী জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

by Newsroom
জেলা প্রশাসক

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁর পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান মুটোফোনে নিশ্চিত করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায, করোনা উপসর্গ থাকায় সোমবার বিকালে সিভিল সার্জন কার্যালয় থেকে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে জেলা প্রশাসকসহ তাঁর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। বিকালে পরীক্ষার জন্যে নমুনা নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

রাতে আসা রিপোর্টে পরিবারের অন্য সদস্যদের ফলাফল নেগেটিভ আসলেও জেলা প্রশাসকের করোনা পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি।

আরও পড়ুন : চসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন খোরশেদ আলম সুজন

ভয়েস টিভি/এমএইচ

You may also like