ভোলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে নয় জেলেকে দণ্ড দেয়া হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জসিম (২৫), রুবেল (২৫), জব্বার (১৮), বারেক (১৮) ও আশ্রাফ (১৯)। তাদেরকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। অপর চার জেলেকে ২ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করায় ৩১ জেলেকে দণ্ড
বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম নাজমুস সালেহীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই নদীর সাচড়া পয়েন্ট এলাকা থেকে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের এ দণ্ড দেন।
উপজেলায় এখন পর্যন্ত ইলিশ ধরার দায়ে ৩৮ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২০ জনের কারাদণ্ড দেয়া হয়।
ভয়েস টিভি/এমএইচ