Home সারাদেশ ইলিশ ধরার দায়ে ভোলায় নয় জেলেকে দণ্ড

ইলিশ ধরার দায়ে ভোলায় নয় জেলেকে দণ্ড

by Newsroom

ভোলার তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে নয় জেলেকে দণ্ড দেয়া হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জসিম (২৫), রুবেল (২৫), জব্বার (১৮), বারেক (১৮) ও আশ্রাফ (১৯)। তাদেরকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। অপর চার জেলেকে ২ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করায় ৩১ জেলেকে দণ্ড

বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম নাজমুস সালেহীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই নদীর সাচড়া পয়েন্ট এলাকা থেকে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের এ দণ্ড দেন।

উপজেলায় এখন পর্যন্ত ইলিশ ধরার দায়ে ৩৮ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২০ জনের কারাদণ্ড দেয়া হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like