ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জেলে থেকে নির্বাচিত হয়েছেন মো. মান্নান মোল্যা।
ওই পৌরসভায় গত ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলেও সহিংসতার জন্যে ওই ওয়ার্ডের একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রে ৩০ জানুয়ারি কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে বিকেল৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার প্রকাশ কুমার বিশ্বাস জানান, মো. মান্নান মোল্যা ডালিম প্রতীক নিয়ে ৯৩৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাফর মোল্যা উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫৬ ভোট। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া মহিলা কাউন্সিলর পদে নীরা বেগম চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হওয়া বোয়ালমারী পৌরসভা নির্বাচনে গত ১৬ জানুয়ারি ৯ নং ওয়ার্ডের মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই কেন্দ্রের ৭টির মধ্যে ৫টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই কেন্দ্রের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হলো।
নব-নির্বাচিত কাউন্সিলর মান্নান মোল্যার পারিবারিক সূত্র জানায়, একটি মামলায় আটক হয়ে জেলে রয়েছেন মান্নান মোল্যা। জেলে থেকেই তিনি নির্বাচনে অংশ নেন।
ভয়েস টিভি/এসএফ