Home সারাদেশ মেঘনায় পুলিশের গুলিতে জেলে নিহত

মেঘনায় পুলিশের গুলিতে জেলে নিহত

by Shohag Ferdaus
নিহত

চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযানে জেলেদের সঙ্গে নৌপুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নৌপুলিশের গুলিতে মাসুদ হোসেন (২২) নামে এক জেলে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলেদের নিক্ষেপ করা ইটপাটকেলে মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসেন আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। নিহত মাসুদ হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের কালীরচর এলাকায়।

চাঁদপুরের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের একটি টহল দল রাতে নদীতে নামে। এ সময় মোহনপুর এলাকায় মেঘনা নদীতে ৫ জেলে জাটকা নিধন করছিলেন। পুলিশ ধাওয়া করলে বিপরীত দিক থেকে জেলেরা ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালান। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়ে। এতে মাসুদ নামের এক জেলে বাম পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন।

নৌ পুলিশ সুপার আরও বলেন, এ সময় পুলিশ আহত অবস্থায় মাসুদ হোসেনসহ নবীর হোসেন (১৫) ও আমির হোসেনকে (৭৫) আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মাসুদকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত মাসুদ মালের এক শিশু সন্তান রয়েছে। মাসুদের মরদেহের ময়নাতদন্ত হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পুলিশের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like