নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৩ জেলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ অক্টোবর শুক্রবার বিকেল পর্যন্ত ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্য ৮ জনের এক বছর করে জেল ও ৫ জনকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করেছে। এ সময় মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ ধরার অপরাধে ১৩ জেলেকে আটকের পর জেল-জরিমানা করা হয়েছে।
গত ৩ দিনে এ পর্যন্ত ৫০ জেলেকে আটক করা হয়েছে, যার মধ্যে ২৮ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
ইলিশ রক্ষায় এখন পর্যন্ত ২৯টি অভিযান ও ২৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে বলেও জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
আরও পড়ুন: ইলিশ ধরায় ২৫ জেলের জেল-জরিমানা
ভয়েস টিভি/এসএফ