Home সারাদেশ মাস্ক না পরায় ফেনী ও ভোলায় জেল-জরিমানা

মাস্ক না পরায় ফেনী ও ভোলায় জেল-জরিমানা

by Newsroom
জেল-জরিমানা

মাস্ক না পরায় ফেনী ও ভোলায় জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১১ নভেম্বর বুধবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোডে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে অভিযানে বের হয় ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাস্ক পরিধান না করায় ১০ পথচারীকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে স্বাস্থ্য বিধি না মানায়  ১০জনকে ১শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভোলায় মাস্ক ব্যবহার না করায় ২২ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ভোলা সদর ও ইলিশা লঞ্চঘাট এলাকায় থেকে আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু আব্দুল্লাহ খান, রেদোয়ানুল ইসলাম ও জিমরান মোহাম্মদ শায়েক এ জেল-জরিমানা করেন।

এদের মধ্যে ৭ জনের ৫ দিন করে কারাদণ্ড ও ১৫ জনের ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা সংত্রমনরোধে ভোলা শহর ও ইলিশা লঞ্চঘাট এলাকায় জেলা প্রশাসনের ৩ জন ম্যাজিস্ট্রেট অভিযানে নামে।

এ সময় নির্দেশনা অমান্য করে মাস্ক না পরার অভিযোগে ইলিশা থেকে ৮ জন ও সদর রোড থেকে ১৪ জন আটক করা হয়।

পরে তাদের সংক্রামনরোধে রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ধারায় জেল জরিমানা করা হয়।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like