Home সারাদেশ ইলিশ ধরায় ২৫ জেলের জেল-জরিমানা

ইলিশ ধরায় ২৫ জেলের জেল-জরিমানা

by Shohag Ferdaus
ইলিশ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৫ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযানে তাদের এ জেল-জরিমানা করা হয়।

এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলা থেকে চার জন, মনপুরা থেকে সাত জন, ভোলা সদরে তিন জন এবং চরফ্যাশন থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ১৫ জনের এক বছর করে কারাদণ্ড ও ১০ জনের জরিমানা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশ রক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যান্ত ১৪টি টিম টহলে ছিল। এ সময় টহল দলের অভিযানে ২৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনের কারাদণ্ড এবং ১০ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।িআরও পড়ুন: বুধবার থেকে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান

ভয়েস টিভি/এসএফ

You may also like