Home খেলার খবর সাকিবের এক দশক আগের রেকর্ডে ভাগ বসালেন হোল্ডার

সাকিবের এক দশক আগের রেকর্ডে ভাগ বসালেন হোল্ডার

by Amir Shohel
সাকিব-জেসন হোল্ডার

সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে সাকিব আল হাসানের এক দশক আগের রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

৯ জুলাই বৃহস্পতিবার হোল্ডারের ক্যারিয়ারসেরা বোলিং করেন। তিনি ৪২ রানে ৬ উইকেট নেন। এতে ২০৪ রানেই গুঁড়িয়ে যায় ইংলিশদের ইনিংস। এদিন জেসন হোল্ডার অধিনায়ক হিসেবে এক ইনিংসে রশিদ খানের গড়া ৪৯ রানে ৬ উইকেটের রেকর্ডকে পেছনে ফেলেছে।

দুই বছর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাকিব ৩৩ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট, যা টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক ইনিংসে সেরা বোলিং ফিগারে তৃতীয় সেরা। সে হিসাবে সাকিব ও রশিদের মাঝে জায়গা হয়েছে হোল্ডারের রেকর্ডের।

এই রেকর্ডটি ছাড়াও সাকিবের এক দশক আগে গড়া আরেকটি রেকর্ডে ভাগ বসালেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার জেসন।

সেই রেকর্ডটি হলো- ২০১০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ১২১ রানে ৫ উইকেট নেন তখনকার অধিনায়ক সাকিব। এবার সেই তালিকায় যুক্ত হলেন জেসনও। গত ১০ বছরে অধিনায়কদের মধ্যে সাকিব ও হোল্ডার ছাড়া ইংল্যান্ডে আর কেউ ৫ উইকেট পাননি।

হোল্ডারের আগে ওয়েস্ট ইন্ডিজের একজন অধিনায়কই এই রেকর্ড গড়তে পেরেছিলেন। তিনি সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। অধিনায়ক হিসাবে ১৯৬৬ সালে ৪২ রানে ৫ উইকেট এবং ১৯৬৯ সালে ৪১ রানে ৫ উইকেট নিয়েছিলেন সোবার্স। দুই রেকর্ডই ইংলিশদের বিপক্ষে হেডিংলিতে।

এ রেকর্ড গড়ে এক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার হোল্ডার বলেছিলেন, অনেকদিন পর বল হাতে নিলাম। চিন্তায় ছিলাম ঠিকমতো বল করতে পারব কিনা। কিন্তু উল্টোটাই হলো। অনেকদিন পর খেলার কারণে আমি বেশ চাঙ্গা ছিলাম। কন্ডিশন, উইকেট সবই আমার জন্য উপভোগ্য ছিল। আমি আজকের স্পেলটা দারুণ উপভোগ করেছি।

ভয়েসটিভি/এএস

You may also like