Home খেলার খবর রাহীর জোড়া আঘাতে ম্যাচে ফিরল টাইগাররা

রাহীর জোড়া আঘাতে ম্যাচে ফিরল টাইগাররা

by Shohag Ferdaus
টাইগাররা

ঢাকা টেস্টের চতুর্থ দিন খেলতে নেমেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের শুরুতেই সফলতা পেয়েছে বাংলাদেশি বোলাররা। সকালেই ব্রেক থ্রু এনে দেন পেসার আবু জায়েদ রাহী। মাত্র ২ রান করে রাহীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জোমেল ওয়ারিকান। এরপর কাইল মেয়ার্সও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ৬ রানে তিনিও ফিরে গেছেন রাহীর বলে। শুরুতেই পরপর দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে দারুণভাবে খেলায় ফিরিয়ে এনেছিলেন পেসার রাহী।

এদিকে তাইজুল ইসলামও দারুণ এক সাফল্যের দেখা পেয়েছেন। এর মধ্যে তার যেমন নিজের কৃতিত্ব ছিল, তেমনি এই কৃতিত্বে দারুণ সহযোগিতা ছিল উইকেটরক্ষক লিটন দাসের। তার ক্ষিপ্রতার কাছেই মূলতঃ হেরে যান জার্মেইন ব্ল্যাকউড এবং উইকেট জমা হলো তাইজুলের অ্যাকাউন্টে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিসের সংগ্রহ ৬ উইকেটে ৯৬ রান। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিস লিড পেয়েছে ২০৯ রানের।

দিনের শুরুটা ঠিক যেমন চেয়েছিল বাংলাদেশ, তেমনটাই এনে দিলেন দলের একমাত্র পেসার আবু জায়েদ রাহী। চতুর্থ দিনের এক ঘণ্টা হওয়ার আগেই রাহীর হাত ধরে জোড়া সাফল্য পেল বাংলাদেশ।

ভয়েস টিভি/এসএফ

You may also like