Home সারাদেশ চাঁপাইনবাবগঞ্জের জোড়া লাগানো যমজ শিশু ঢাকায়

চাঁপাইনবাবগঞ্জের জোড়া লাগানো যমজ শিশু ঢাকায়

by Newsroom
জোড়া

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১১ জানুয়ারি সোমবার অস্ত্রোপচারে জোড়া পেট যমজের জন্ম হয়েছে। তাদের হাত-পা, মাথা আলাদা হলেও পেট একটাই, যৌনাঙ্গ থাকলেও নেই পায়ুপথ।

এদিকে জরুরি অস্ত্রোপচারের জন্যে তাদের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে পরামর্শ অনুযায়ি শিশুদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে রওনা দেয়া হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহায়তা করেন।

বাচ্চা দুটির মায়ের নাম আঙ্গুরি বেগম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। রুবেল একজন রুটির দোকানি।

স্বজনেরা জানান, প্রসববেদনা শুরু হলে গত রোববার সন্ধ্যায় আঙ্গুরি বেগমকে চাঁপাইনবাবগঞ্জের একটি ক্লিনিকে নেয়া হয়। তখন আল্ট্রাসনোগ্রাম করে চিকিৎসক জানান, এখানে তার কিছুই করা সম্ভব নয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। রাত দুইটার সময় তাঁকে রাজশাহীতে এনে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার ভোরে অস্ত্রোপচারের মাধ্যমে দুই শিশুর জন্ম হয়। শিশুদের ঢাকায় নেয়ার পরামর্শ দিয়ে বেলা ২টার দিকে আঙ্গুরি বেগম ও তাঁর দুই সন্তানকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়।

বাচ্চা দুটির নানি আনোয়ারা বেগম জানান, তাঁর মেয়ের ১৮ বছর বয়সী একটা ছেলে আছে। আরেক ছেলের বয়স ১৫ বছর। একটা মেয়ের আশায় বাচ্চা নিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তারা ঢাকায় না গিয়ে টাকা জোগাড় করার জন্যে বেলা ২টার দিকে রাজশাহী থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। এর আগে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর মহল্লায় গিয়ে যমজ শিশুর বাবা হোটেলশ্রমিক রুবেল আলীর হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস মো. খাইরুল আতাতুর্ক বলেন, যমজ শিশুটির একটি ছেলে ও একটি মেয়ে। এদের যৌনাঙ্গ আছে। কিন্তু পায়ুপথ নেই। ঢাকায় শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ঢাকায় হাসপাতালে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে শিশু দুটিকে মঙ্গলবার দুপুরে পাঠানো হয়েছে। চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

রুবেল আলী এ সহায়তা পেয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জন্ম নেয়ার পর তাঁর যমজ বাচ্চাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের প্রচণ্ড ভিড় হয়। পরিস্থিতি সামলাতে চিকিৎসকেরা শিশু দুটিকে বাড়ি নিয়ে যেতে বলেন।

তিনি অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখেই সোমবার বিকেলে শিশু দুটিকে বাড়ি নিয়ে আসেন। পরে ঢাকা যাওয়ার পথে তিনি স্ত্রীকে সঙ্গে নেন বলে জানা গেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like