Home সারাদেশ রাজশাহীতে বর্জ্য থেকে হবে জ্বালানি: মেয়র লিটন

রাজশাহীতে বর্জ্য থেকে হবে জ্বালানি: মেয়র লিটন

by Shohag Ferdaus
মেয়র লিটন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাসাবাড়ি থেকে উৎপাদিত কঠিন বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরিত করতে প্রকল্প গ্রহণ ও আলাপ-আলোচনা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য সম্পদে পরিণত হবে।

১ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিবেশসম্মত ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা এবং পরিশোধনে এ প্লান্ট স্থাপন করা হয়েছে। রাসিক ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। মহানগরীর সিটি হাট এলাকায় কেন্দ্রীয় ডাম্পিং ইয়ার্ডের পাশে এ প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে।

সিটি মেয়র খায়রুজ্জামান লিটন আরও বলেন, এতদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উৎপাদিত বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে অপসারণ ও পরিশোধনের কোনো ব্যবস্থা ছিল না। মেডিকেল বর্জ্য জনস্বার্থের জন্য হুমকি স্বরূপ। এজন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে আমরা চুক্তি করি। প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্তদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। কোনো ক্লিনিক ও ডায়াগনস্টিক এর আওতার বাইরে থাকবে না। পরিচালনা ব্যয় নির্বাহে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক থেকে ন্যূনতম ফি আদায় করবে প্রিজম।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. এস এম এ মান্নান, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শাহ, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like