Home সারাদেশ জয়পুরহাটে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

জয়পুরহাটে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

by Newsroom

জয়পুরহাটে শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি ধামাচাপা দিতে আসামিরা পাল্টা মামলা করায় তারা বাড়ি ছাড়া বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব জানিয়ে তারা নিরাপত্তা দাবি করেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষে রুমা খাতুন জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে গত ২০ নভেম্বর সকালে আমাদের আলু ক্ষেত নষ্ট করে ড্রেন তৈরি করছিল প্রভাবশালী আনোয়ার হোসেন ও তার লোকজন। এসময় আমরা বাঁধা দিতে গেলে বাঁশের লাঠি, ধারালো হাঁসুয়া, কোদাল দিয়ে আমাদের উপর হামলা চালায় এবং আমাকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও মারধর করে।

আমার চাচা শ্বশুর আবু হোসেনের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে বগুড়া মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরে ২১ নভেম্বর আমরা মামলা করলে আসামিরা ২৩ নভেম্বর কাউন্টার মামলা করে।

আমাদের পরিবারের লোকজনকে আসামিরা নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। এতে আমরা পালিয়ে বেড়াচ্ছি। আমি সুষ্ঠ তদন্ত করে দোষীদের গ্রেফতারের দারি জানায়।

আরও পড়ুন : জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

এসময় উপস্থিত ছিলেন, রুমা খাতুনের বাবা শহিদুল ইসলাম, হাফিজুর রহমানের স্ত্রী আলম তারা বেগম, আসাদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগমসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভয়েস টিভি/এমএইচ

You may also like