Home সারাদেশ নীলফামারীতে জয়িতা সম্মাননা পেলো ৫ নারী

নীলফামারীতে জয়িতা সম্মাননা পেলো ৫ নারী

by Newsroom
জয়িতা সম্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে নীলফামারীতে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। ২৩ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত পাঁচজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী।

আরও পড়ুন- ভয়েস টিভির ভৈরব প্রতিনিধি পেলেন জয়িতা সম্মাননা

বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহাজাদী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় নীলফামারী জেলায় বিভিন্ন কার্যক্রমে অসামান্য অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like