Home সারাদেশ সিরাজগঞ্জে পরাজিতের ছুরিকাঘাতে জয়ী কাউন্সিলর নিহত

সিরাজগঞ্জে পরাজিতের ছুরিকাঘাতে জয়ী কাউন্সিলর নিহত

by Newsroom

সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান (৪৫) নিহত হয়েছে। ১৬ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদগঞ্জ এলাকায় নির্বাচনে বিজয়ের পর পরই প্রতিপক্ষের সমর্থকদের ছুরিকাঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

তরিকুল ইসলাম খান শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেন। তিনি বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তারিকুল বেসরকারিভাবে জয়ী হন। এ খবরে তাঁর সমর্থকরা সন্ধ্যায় ওই মহল্লায় একটি মিছিল বের করে।

তিনি পার্শ্ববর্তী এলাকার একটি কেন্দ্রে গেলে ভোট গণনার বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মুখোশধারী কয়েকজন তাঁর ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় তারিকুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থা্য় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে এবং আবারও সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কায় সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে তরিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ছাড়া লাশ ময়না তদন্ত শেষে রোববার দুপুরে পরিবারেরর কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে ওসি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like