Home বিশ্ব এখনো জয়ের আশায় ডোনাল্ড ট্রাম্প!

এখনো জয়ের আশায় ডোনাল্ড ট্রাম্প!

by Newsroom
জেল হতে পারে ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি। এর মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সরকার পরিচালনায় তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি থেকে অনড়। এখনো জয়ের আশা করে যাচ্ছেন তিনি।

ফেসবুকে ট্রাম্প পোস্ট দিয়েছেন, ‘উই উইল উইন-আমরা জিতব।’ সেখানে নির্বাচনে কারচুপির অভিযোগও আনেন তিনি। শুরু থেকে এমন অভিযোগ আনলেও তার স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।

১৫ নভেম্বর রোববার স্থানীয় সময় সকাল নয়টার পর এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (বাইডেন) জিতেছেন, কারণ এ নির্বাচন ছিল সাজানো।’

আরও পড়ুন- বাইডেন সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন, আশা কাদেরের

এদিকে হার মেনে না নিলেও বাইডেনের জয়ের বিষয়টি প্রথমবারের মতো ট্রাম্পের এক মন্তব্যে উঠে এসেছে। তবে সেখানেও নির্বাচনে কারচুপির বিষয়টি উঠে আসে।

ট্রাম্প আরও বলেন, ‘ভুয়া নিউজ মিডিয়ার চোখেই তিনি জিতেছেন। আমি কিছুই মানি না। আমাদের অনেক দূর যেতে হবে। এটা কারচুপির নির্বাচন।’

এমন পরিস্থিতিতে সমর্থকদেরও পাশে পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সমর্থনে রাস্তায় নেমেছেন হাজার-হাজার মানুষ। ওয়াশিংটন ডিসিতে শনিবার বিকেলে তারা সুপ্রিম কোর্ট অভিমুখে বিশাল র‌্যালি বের করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা পতাকা হাতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এর মধ্যে বিতর্কিত ‘প্রাউড বয়জের’ মতো ডানপন্থী গ্রুপের সদস্যদের অগ্রাধিকার দেখা গেছে। ১০ জনের মতো গ্রেপ্তার হয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প গলফ কোর্সে যাওয়ার সময় মিছিল অতিক্রম করেন। কিছুক্ষণ থেমে হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like