ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনাকালে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক। সাধারন ছুটি চলাকালে মিটার রিডিং না দেখেই বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে গ্রাহকরা। এ সমস্যা সমাধান করে সঠিক বিল দেয়ার দাবি তাদের। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা।
কয়েকমাস আগেও ৩’শ থেকে ৫’শ টাকা বিল আসলেও এ মাসে বিল এসেছে ১৫’শ থেকে ২ হাজার টাকা। গ্রাহকদেরে অভিযোগ, বিদ্যুৎ অফিসের মিটার রিডাররা ঘরে বসে বিদ্যুতের বিল তৈরি করেছে। যে কারণে দু থেকে ৩ গুণ বেশি বিল দিতে হচ্ছে। করোনার কারণে রোজগার না থাকায় বাড়তি বিল দিতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ।
প্রতিদিন বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে লাইন দিচ্ছে ভুক্তভোগিরা। কিন্তু সেখানেও তারা কোনো সমাধান পাচ্ছে না। গ্রাহক সেবার মান বাড়ানোর দাবিও গ্রাহকদের
তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে জেলা সদর, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে কোম্পানিটির গ্রাহক সংখ্যা ১ লাখ ২৫ হাজার।
রিপোর্ট: এম এ কাদের
এডিট: সায়িকা সাম্মা।