Home সারাদেশ আতুরায় ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

আতুরায় ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

by Newsroom
ঢাকা

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার একটি তৈরি পোশাক কারখানার ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। ১ মার্চ সোমবার দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

এরপর বায়েজিদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়। মঙ্গলবার (২ মার্চ) সকাল পৌনে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বায়েজিদ ফায়ার স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে মোহাম্মদ ইসমাইলের গুদাম ও খোলা জায়গায় রাখা ঝুট কাপড়ে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানানো হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like