Home সারাদেশ কালিয়াকৈরে ঝুট গুদামে আগুন

কালিয়াকৈরে ঝুট গুদামে আগুন

by Shohag Ferdaus

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকার একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৮ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, সখিপুর এলাকায় নিজামের একটি বড় জুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঝুটসহ গুদাম ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভয়েস টিভি/গাজীপুর প্রতিনিধি/এসএফ

You may also like