Home সারাদেশ ঝুপড়ি ঘরে দিন কাটছে বৃদ্ধ সখিনার; জোটেনি বয়স্ক ভাতা

ঝুপড়ি ঘরে দিন কাটছে বৃদ্ধ সখিনার; জোটেনি বয়স্ক ভাতা

by Newsroom

নেত্রকোণা প্রতিনিধি: স্বামী-সন্তানসহ সব হারিয়ে মানুষের দরজায় হাত পেতে জীবনের ঘানি টানছে নেত্রকোণার ৮০ বছরের বৃদ্ধ সখিনা বেগম। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এক ঝুপড়ি ঘরেই মানবেতর দিন কাটছে তার। কিন্তু এখন পর্যন্ত অসহায় এই বৃদ্ধর ভাগ্যে জোটেনি বয়স্ক, বিধবা অথবা সরকারি কোনো ভাতা।

সখিনা বেগম। ৬-৭ বছর আগে মারা যায় স্বামী জনব আলী। সখিনার জন্য শুধু নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের এই ভিটেটাই রেখে যায়। তার আগে মারা গেছে এক ছেলে। আরেক ছেলে সেলিমকে নিয়ে কোনো রকম চলছিলো সখিনার দিন। কিন্তু ১০-১২ বছর আগে কাজের সন্ধানে সিলেটে যাওয়ার পর, ২ বছর আগে মিথ্যা মামলায় কারাগারে আছে সেলিম। শেষ ভরসা হারিয়ে এখন বিভিন্ন দরজায় হাত পেতে দিন কাটছে তার।

এরপরও সখিনা পাচ্ছে না বয়স্ক ভাতা বা কোনো সহায়তা। তার জন্য বয়স্ক ভাতা এবং সহায়তার দাবি স্বজনদের। সখিনার এই অসহায়ত্বের খবর পেয়ে বয়স্ক ভাতা ও ঘর তৈরি করে দেয়ার আশ্বাস দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান।

সখিনা বেগমের মতো সারাদেশে এমন অসহায় সম্বলহীন বয়স্কদের জন্য সহায়তার হাত বাড়াবে স্থানীয় প্রশাসন এমনই প্রত্যাশা সবার।

রিপোর্ট: মো. জিয়াউর রহমান
এডিট: সাজিয়া আক্তার

You may also like