Home সারাদেশ পরকীয়া : নারী-পুরুষের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

পরকীয়া : নারী-পুরুষের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

by Newsroom

টাঙ্গাইলে ঝুলন্ত অবস্থায় দুজ‌ন নারী-পুরুষের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। ১৬ অ‌ক্টোবর শুক্রবার কা‌লিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের একটি  গোয়াল ঘ‌র থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হচ্ছেন রাজাফৈর গ্রামের মৃত বাছেদ মিয়ার ছেলে মো. শাজাহান ও একই গ্রা‌মের দানেজের স্ত্রী আলেয়া বেগম।

পু‌লি‌শের ধারণা তারা দুজন পর‌কীয়ার কারণে আত্মহত‌্যা কর‌তে পা‌রেন। ত‌বে নিহ‌তের প‌রিবা‌রের দাবি তা‌দের হত‌্যা ক‌রে মর‌দেহ ঝু‌লি‌য়ে রে‌খে‌ছে।

আরও পড়ুন: জামগাছে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ

স্থানীয়রা জানান, স্বামী-সংসার নিয়ে বসবাসরত আলেয়ার বাড়িতে শাজাহান প্রতিনিয়ত যাতায়াত করতো। এতে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দেড় মাস আগে আলেয়া ও শাহাজাহন এলাকা থেকে উধাও হ‌য়ে‌ছিল। এরপর গত ১৪ অক্টোবর বুধবার শাজাহান ও আলেয়া গ্রামে ফিরে আসার পরদিন বৃহস্পতিবার শালিসী বৈঠকে বিষয়‌টি সমাধান হওয়ার কথা ছিল।

কিন্তু ওই‌দিন রাতেই গ্রামের কয়েক যুবক তাদের গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়। প‌রে শুক্রবার সকা‌লে আ‌লেয়ার স্বামী দানেজের গোয়াল ঘর থেকে তাদের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্যে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে প্রেরণ ক‌রে পুলিশ।

আ‌লেয়ার বাবা দেলোয়ার হোসেন বলেন, মেয়ে আত্মহত্যা করার কথা নয়। সে আত্মহত্যা করলে আগেই করতো। তদন্ত সাপেক্ষে আমি সঠিক বিচার দাবি করছি।

স্থানীয় ইউপি সদস্য হামিদ মিয়া বলেন, নিহ‌তদের শরী‌রে আঘাতের চিহ্ন র‌য়ে‌ছে। এটা হত্যাকাণ্ডও হতে পারে।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছোহরাব আলী বলেন, বিষয়টি রহস্যজনক। তাদের পা মাটিতে ঠেকানো ছিলো। মাটিতে রক্তও পড়েছিল।

আরও পড়ুন: ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ: গ্রেফতার ৪

কা‌লিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, মর‌দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মাটিতে একটু রক্ত পড়েছিলো বলে জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like