Home সারাদেশ নোয়াখালীতে হোটেলে ঝুলন্ত মরদেহ, পাশে ছিল সুইসাইড নোট

নোয়াখালীতে হোটেলে ঝুলন্ত মরদেহ, পাশে ছিল সুইসাইড নোট

by Shohag Ferdaus
মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর করিমপুর এলাকার সমবায় মার্কেটের ঢাকা আবাসিক হোটেল থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ নভেম্বর রোববার রাত ১০টায় হোটেলের ৫৩৫ নম্বর কক্ষ থেকে নরসিংদী পৌরসভার বাসিন্দা মো. আলামিন (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এসময় মরদেহের পাশ থেকে একটি সুইসাইউ নোটও উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে লেখা ছিল- শহীদ নামে এক ব্যাক্তির কাছে তার টাকা পাওনা ছিল।

পুলিশ জানায়, আলামিন ৩০ অক্টোবর সন্ধ্যায় ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। ১ নভেম্বর সন্ধ্যার দিকে ওই কক্ষেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আলামিন। পরে হোটেলের লোকজন তা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like