Home শিক্ষাঙ্গন ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ: গ্রেফতার ৪

ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ: গ্রেফতার ৪

by Shohag Ferdaus
ইবি ছাত্রীর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী উলফাত আরা তিন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় শৈলকূপা থানায় মামলা করা হয়েছে। ২ অক্টোবর শুক্রবার রাতে নিহত তিন্নির মা হালিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

মামলায় আটজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত উলফাত আরা তিন্নি ক্যাম্পাস লাগোয়া শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ অক্টোবর মধ্যরাতে বড় বোন মুন্নির সাবেক স্বামী জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর রাত ১২টার দিকে ওই ছাত্রীর শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার।

আরও পড়ুন: ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঘিরে রহস্য

পরিবার বলছে, ওই ছাত্রীর বড় বোনের সাবেক স্বামী দলবল নিয়ে দুই দফা বাড়িতে হামলা চালিয়ে নির্যাতনের পর ওই ছাত্রীকে হত্যা করেছে। এরপর ‘আত্মহত্যা’ বলে প্রচার চালাতে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

শৈলকুপা থানা পুলিশের ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পড়ালেখা শেষ করা মেধাবী ছাত্রী তিন্নির মৃত্যুতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের নামে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। তিন্নির মা হালিমা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শেখপাড়া গ্রামের কনুর উদ্দিনের ছেলে আমিরুল, খলিল শেখের ছেলে নাইম ও লাবিবসহ চারজনকে গ্রেফতার করেছে। তবে মামলার প্রধান আসামি জামিরুল এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like