Home খেলার খবর প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার

প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার

by Imtiaz Ahmed

গ্যারেথ বেলের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার। ওয়েলস উইঙ্গারের জোড়া গোল ও এক অ্যাসিস্টে বার্নলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম।

ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটে টটেনহামকে এগিয়ে দেন বেল। নিজের দ্বিতীয় গোল করেন ৫৫ মিনিটে। এর আগে ম্যাচের ১৫তম মিনিটে হ্যারি কেন ও ৩১তম মিনিটে লুকাস মাউরা গোল করেন।

দিনের অপর ম্যাচে চেলসির সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটিকে তাদেরই মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার আট নম্বরে রয়েছে টটেনহাম। ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দশে আর্সেনাল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

ভয়েস টিভি/আইএ

You may also like