Home খেলার খবর টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

by Imtiaz Ahmed

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। অ্যারন ফিঞ্চের কাছে টস হেরেছেন মাহমুদউল্লাহ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ।

টসের সময় সাইমন ডুলকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট, তবে শুরুটা কেমন হবে সেটাই দেখার বিষয়। সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি দল হিসেবে এ টুর্নামেন্টে। নিজেদের প্রমাণ করার ব্যাপার আছে।’

ইতোমধ্যে বিদায়ঘণ্টা বেজে যাওয়ায় এই ম্যাচ এখন কেবলই নিয়মরক্ষার।

অজিদের বিপক্ষে একাদশে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। স্পিনার নাসুম আহমেদকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

You may also like