Home বিনোদন টাকার অভাবে অভিনেত্রীর মরদেহ হাসপাতালের মর্গে

টাকার অভাবে অভিনেত্রীর মরদেহ হাসপাতালের মর্গে

by Amir Shohel

বর্ষিয়ান অভিনেত্রী জয়নব হাবিব ওরফে মিনু মমতাজ ২২ সেপ্টেম্বর দুপুরে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে হাসপাতালের ৩ লাখ টাকা বিল বাকি থাকায় সন্তানদের কেউ মরদেহ নিতে আসেননি। তার মরদেহ এখনো হাসপাতাল মর্গেই পড়ে আছে।

জানা গেছে, অভিনেত্রী মিনু মমতাজ বেশ কিছুদিন ধরে কিডনি এবং চোখের সমস্যায় ভুগছিলেন। করোনার উপসর্গ দেখা দিলে গত ৪ সেপ্টেম্বর মিনু মমতাজকে তার আত্মীয়রা গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই টেস্ট করার পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তাকে বিশেষ বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

হাসপাতালটির কাস্টমার কেয়ার জানান, হাসপাতালের রেজিস্ট্রারে অভিনেত্রী মিনু মমতাজের নাম জয়নব হাবিব লেখা আছে। তিনি কোভিড-১৯ রোগী ছিলেন। দুপুরে মারা গেলেও তার মরদেহ নিতে কেউ আসেনি। যে কারণে হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য মিনু মমতাজকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। কয়েক দশক ধরে অনেক সিনেমা ও টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি।

ভয়েসটিভি/এমএইচ

You may also like