Home সারাদেশ টাঙ্গাইলের ঘাটাইল পাহাড়ে লটকনের বাম্পার ফলন

টাঙ্গাইলের ঘাটাইল পাহাড়ে লটকনের বাম্পার ফলন

by Newsroom

টাঙ্গাইল প্রতিনিধি: মিষ্টি রসালো ফল লটকনের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়ি এলাকায়। সখের বশে লটকন চাষ করেছিলেন সৌখিন ফল চাষী স্কুল শিক্ষক শামসুল আলম। এই বাগানের মিষ্টি স্বাদের লটকন কিনতে ভিড় করছেন পাইকাররা।

ঘাটাইলের পাহাড়ি অঞ্চলের মাটিতে আনারস, কলা এবং কাঁঠালসহ বিভিন্ন ফল চাষ হলেও লটকন চাষ একেবারেই নতুন। রসুলপুর গ্রামের স্কুল শিক্ষক শামসুল আলম কয়েক বছর আগে লটকনের চারা রোপন করেন। ফলন ভালো পাওয়ায় আরো কিছু লটকনের চারা রোপন করেন তিনি। চলতি মৌসুমে সাড়ে চার হাজার গাছের মধ্যে দু’হাজার গাছে লটকন ধরেছে। বিভিন্ন জেলায় লটকন চাষ ছড়িয়ে দিতে এখন চারাও বিক্রি করছেন।

মহামারী করোনা ভাইরাসের কারণে লটকন বিক্রি নিয়ে চিন্তায় ছিলেন লটকন চাষী। কিন্তু তার বাগানের লটকনের সুনাম ছড়িয়ে পরায় বিভিন্ন এলাকার ফল ব্যবসায়ীরা বাগান থেকেই পাইকারী দরে কিনছেন লটকন।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, ফল চাষের জন্য বিখ্যাত ঘাটাইলের পাহাড়ী অঞ্চলে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। পাহাড়ি এলাকার কৃষকের অর্থনৈতিক অবস্থা পাল্টে দিচ্ছে নতুন মৌসুমী ফল লটকন।

You may also like