5
টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন এলাকার রাস্তাগুলোতে বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল বীজ রোপন করা হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে দিকে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে উপজেলার ফলদা এলাকায় এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ শহিদুজ্জামান মাহমুদ, অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা জহুরুল ইসলাম, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক, হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন প্রমুখ।
আরও পড়ুন: ‘১০ মিনিটে’ ৫ হাজার তাল বীজ রোপণ
উপজেলার ফলদা, অলোয়া ও নিকরাইল ইউনিয়নে ৯০০ পরিবারের মধ্যে সাত ধরনের সবজি বীজ বিতরণ এবং ফলদা, অলোয়া ও নিকরাইল ইউনিয়নে ১৭০০ তাল বীজ রোপন করা হয়।
ভয়েস টিভি/এমএইচ