Home সারাদেশ টাঙ্গাই‌লে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

টাঙ্গাই‌লে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

by Shohag Ferdaus
টাঙ্গাই‌লে

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চা‌লিত অ‌টো‌রিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আ‌রও চার জন আহত হ‌য়ে‌ছে। ত‌বে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

১৭ অক্টোবর শনিবার রাত ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মন‌সিংহ সড়‌কের ২৫ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী প্রান্তিক প‌রিবহ‌নের এক‌টি বাসের সঙ্গে বিপরীত দিক থে‌কে আসা সিএনজি চা‌লিত অ‌টো‌রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। আহতাবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আ‌রেও এক জন মারা যান। আহ‌তের উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like