Home খেলার খবর ট্রফির টার্গেট ১৫৬

ট্রফির টার্গেট ১৫৬

by Shohag Ferdaus
ট্রফি

বঙ্গবন্ধু টি-২০ কাপের ট্রফি জিততে গাজী গ্রুপ চট্টগ্রামকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে জেমকন খুলনা। ১৮ ডিসেম্বর শুক্রবার মিরপুরে বিকেল সাড়ে ৪টায় গড়ায় ফাইনাল ম্যাচ। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। মাহমুদুল্লাহর ব্যাটে ভর করেই খুলনার ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ দাঁড়ায়। মাহমুদুল্লাহ করেন ৪৮ বলে ৭০ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। প্রথম বলেই চট্টগ্রামের নাহিদুল ইসলামের শিকার হয় ওপনোর জহুরুল ইসলাম। পরে ২.৪ ওভারের সময় স্কোর বোর্ডে ৮ বলে ৮ রান যোগ করে ফের নাহিদের বলেই শিকার হন ইমরুল কায়েস। তখন দলীয় স্কোর মাত্র ২১। দলীয় ৪৩ রানের সময় মোসাদ্দেক হোসেনের শিকার হন জাকির হোসেন। এর মধ্যে ২০ বলে ২৫ রানই যোগ করেন জাকির।

দলীয় ৮৩ রানের সময় ২৩ বলে ২১ করে শরিফুলের শিকার হন আফিফ। এরপর মাহমুদুল্লাহ ও শুভাগত হোম দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে শুভাগত ১২ বলে ১৫ রান যোগ করে দলীয় ১১৭ রানে আউট হন। তিনি মাহমুদুল্লাহকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন। এরপর শামীম হোসেন নেমেই ভুল বোঝাবুঝিতে রান আউট হন। এরপর মাঠে নামেন মাশরাফি বিন মর্তুজা। তিনি ৬ বলে ৫ রান যোগ করে মোস্তাফিজের বলে আউট হন। এরপর ব্যাটে নামে শহিদুল ইসলাম। তিনি শেষ পর্যন্ত সঙ্গ দেন মাহমুদুল্লাহকে। করেন ১ রান।

চট্টগ্রামের পক্ষে নাহিদুল ইসলাম এবং শরিফুল ইসলাম দুইটি করে উইকেট নেন। মোসাদ্দেক এবং মোস্তাফিজ নেন এক উইকেট করে।

ভয়েস টিভি/এসএফ

You may also like