Home জাতীয় করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

by Shohag Ferdaus
প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম ৪ মার্চ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ বিকেলেই টিকা নিয়েছেন।

শেখ হাসিনা টিকা নেয়ার সময় তার পাশে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। শেখ রেহানা আগেই টিকা নিয়েছেন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী নিজেই সেদিন কর্মসূচি উদ্বোধন করেন।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান। এ পর্যন্ত ৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন।

করোনাভাইরাসের টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ফরিদপুরের শতাধিক পরিবার

ভয়েস টিভি/এসএফ

You may also like